আঁধার ঘনাতে শুরু করেছে, এখন ছয়'টা পাঁচ।
বসে আছি একা মফস্বলের সিড়িতে
বেশ কিছুক্ষণ আগে একপশলা বৃষ্টি হয়ে গেছে
এখনও শুকিয়ে যায় নি মাটি,
জেগে আছে সোঁদা-কোমস গন্ধে !
ছাদের রেলিংএ দলছাড়া একটি ভেজা পাখি
বসে আছে সঙ্গীহীন বিষাদের আঁধারে ডুবে
ফিরে গেছে সাথী,
অন্য কোনো গাছে নতুন পাখিদের ঝাঁকে!
মাথা ঝুকিয়ে পাতারা ঝেড়ে নিচ্ছে মাথা-
ঠিক যেমন, স্নানের পর পরকীয়া প্রেমের
লাস্যময়ী প্রেমীকা
আপন কায়দায় জানালার পর্দা তুলে দিয়ে
শরীরী বাঁকে ঢেউ তুলে, তুফান ডেকে আনে
দুরে দোতলায় প্রেমীকের দু'চোখে,
কোমল তৃষ্ণার্ত কামুক মনে!
ওহ্ সুনীতা, আমি দেখতি পাচ্ছি ছটপট করতে
করতে পাক খেয়ে আছড়ে পড়তে।
হয়তো আঘাত পেয়েছে, হয়তো বুকে লেগেছে
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "অনুভূতি"
Post a Comment