সময়
প্রতিটি মানুষেরই অতীত থাকে । অতীতের ভুল থাকে । কষ্ট থাকে । দুর্ঘটনা থাকে । তার মানে এই না যে, সেই মানুষটাকে এখন সেই অতীতের ঘটনার প্রেক্ষিতে বিচার করতে হবে !
ধরা যাক, কোনো এক সময় ক্যাউ তোমাকে ভুল বুঝে খুব কষ্ট দিয়েছিলো অথবা ইচ্ছে করেই দিয়েছিলো, কিন্তু সে যদি সেই ভুলটা বুঝতে পারে, তার অন্যায়ের জন্য দগ্ধ হয়, তাহলে সে আর যাই হোক, অমানুষ কিন্তু নয় ! কারণ অমানুষেরা কোনোদিন তাদের ভুল বুঝলেও স্বীকার করে না, দগ্ধ হওয়া তো আরো দূরের ব্যাপার !!
বিয়ের আগে তোমার দুটো সম্পর্ক হয়ে ভেঙে যাওয়াটা ভালো কিছু নয় হয়তো, কিন্তু সম্পর্ক ভাঙলেই ক্যানো ধরে নিতে হবে তুমি খারাপ, নোংরা মানসিকতার ক্যাউ ? হয়তো তুমি সত্যিই ভালোবেসেছিলে, দু'বারই বেসেছিলে; কিন্তু দু'বারই মানুষ চিনতে ভুল হয়েছে, অথবা, প্রকৃতি চায় নি, তোমার জীবনে তারা অমঙ্গল হয়ে আসুক !!
মানুষ সম্পর্কে আজকাল আস্থা ধরে রাখা কঠিন । কথাটা সত্যি । প্রায়ই হয়তো আমাদের মনে হয়, বিশ্বাস করলেই ঠকতে হবে...কিন্তু কেন এমনটাই ধরে নেবো যে, ঠকতেই হবে? একজনের ব্যবহার দিয়ে তো অন্য কাউকে বিচার করা ঠিক না, অবশ্যই না !
প্রতিটি মানুষ আলাদা । আর প্রতিটি মানুষই প্রতি মুহূর্তে বদলায় । তুমি গতকাল তোমার সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে যেমন ছিলে, আজও কি ঠিক তেমনই আছো ? তাহলে অন্য কাউকে তার অতীতের ভারে ক্যানো টানবে তুমি ? বা তোমাকে যদি ক্যাউ তোমার অতীত দিয়ে বিচার করে, কেমন লাগবে তোমার ?
চুয়িং গাম চাবাতে ভালো লাগে, স্মৃতি রোমন্থন করতেও । তবে চুয়িং গাম টেনে টেনে চাবাতেই থাকলে সেটা কিন্তু একসময় তেতো হয়ে যায় । অতীতের দায়ে কাউকে বর্তমানে দায়ী করলে তেতো ভাবটা কিন্তু তোমারই হবে, তার নয় । কারণ সে পুরনো চুয়িং গাম নয়, সে বদলে যাওয়া বোধের আনকোরা নতুন এক মানুষ !
0 Response to "সময়"
Post a Comment