
আমি খুঁজে ফিরে তোমাকে শূণ্য পথের বাঁকে,পদচিহ্নমাখা ধূলি কণার মাঝে,আমি খুঁজে ফিরে তোমাকে তোমারি স্নান ঘাটে,রেখেছো স্মৃথি যেখানে জাল বুঁনে,এখনো যাই সেই সীমান্তে যেখান থেকে দুজনে দেখেছিলাম দূর তেপান্তরে,মনে কি পডে়? আজো আছি সেদিনের মত যেখানে রেখে গিয়েছিলে অনাদরে……………………. |
0 Response to "Sujonmax: তোমায় নিয়ে লেখা"
Post a Comment