চাইতেই পারো আবার সেই
স্বান্তনা
পরাজয় মেনে নিয়ে
প্রশংসা পাওয়াটা,
চাইতেই পারো সারারাত
আর সারাদিন
হবে না যে কখনো অনলাইন
ব্যাশিং।
চাইতেই পারো সাকিবের
ঘাড়ে পা রেখে
সব ম্যাচ জেতার স্বপ্ন
দেখতে,
চাইতেই পারো করতে তুমি
জিরো রান
করবো না যেখানে তোমায়
আর অপমান।
এক মুঠো বোলার, আর ঐ
ওপেনার
সাথে কিছু জুনিয়র আর চার
সিনিয়ার...
বিড়ালরঙা চোখ, অথবা রান
শিকারি
যতই বলো সাব্বিরকে পাবে
না কিছুই তুমি।
দেশের জন্য নয়, খেলার কোন
কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে
গেছ কি?
চাইতেই পারো তুমি
ওয়ালশের থেকে
স্লোয়ার, কাটার বোলিং
শিখতে,
চাইতেই পারো চেষ্টা করে
দেখতে
কাকে কাকে ভরবে উইকেট
লিস্টে।
চাইতেই পারো তুমি
সাকিবের বদলে
টিমের সেরা হয়ে পারফর্ম
করতে,
চাইতেই পারো নিজেকে
ভেঙে গড়তে
দলের দুর্দশা দূর করতে।
এক মুঠো বোলার, আর ঐ
ওপেনার
সাথে কিছু জুনিয়র আর চার
সিনিয়ার,
বিড়ালরঙা চোখ, অথবা রান
শিকারি
যতই বলো সাব্বিরকে পাবে
না কিছুই তুমি।
দেশের জন্য নয়, খেলার কোন
কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে
গেছো কি!
[অর্থহীন ব্যান্ডের 'চাইতে
পারো' গানটির অনুপ্রেরণায়
লিখেছেন হামিদুর রহমান
স্বরূপ ]
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যদি অর্থহীন ব্যান্ড গান বানাতো 'চাইতে পারো-৩' "
Post a Comment