Search Any Post...

[গল্প] আনরিচএবল


জীবনে নিজের জন্য হয়তো কিছু করা হবে না। বাবার রেখে যাওয়া সংসার মেরামত করেই হয়তো দিন চলে যাবে। জীবনটা আমার জন্য যেমন হওয়ার দরকার ছিলো তেমন হয়নি কখনোই। মুক্ত পাখির স্বপ্ন বুকে; কিন্তু কখন যে খাঁচার পাখি হয়ে গেলাম ! অবশ্য এছাড়া আর কোনো পথও খোলা ছিলো না। একদিন হয়তো বুকের মাঝে সব স্বপ্ন ভেঙ্গেচুড়ে একাকার হয়ে যাবে।দূরে সরে যাবে কাছের মানুষ।
অনেক কিছু বলার থাকে। বলা হয়ে ওঠে না। নিজের কথাগুলো মনের গভীরে জমে জমে পাহাড় হয়ে গ্যাছে । মাঝে মাঝে মনে হয় মাথার শিরাগুলো ছিঁড়ে যাবে।হয়তো পাগল হয়ে যাবো।তখন সমস্ত শক্তি এক করে চিৎকার করে উঠতে ইচ্ছে করে । কিন্তু সকালের ঘুম চোখে রাতের ব্যথাগুলো থাকে না। সবকিছুই বদলে যায়। যখন বদলায় না তখন নিজেকেই বদলে যেতে হয়। নিজের জীবন থেকে অনেক কিছুই রপ্ত করে নিয়েছি নিজের মতো করে…
কঠিন মন নিয়ে পার করি দিন রাত। নিজের চারপাশ কেমন ঝাঁপসা হয়ে যায়। নিজেকে সামলাতে পারি না….

0 Response to "[গল্প] আনরিচএবল"

Post a Comment

প্রতি ক্লিকে ইনকাম