Search Any Post...

[কবিতা] রহস্য

কবিতাগুলো গল্প হয় না
স্বপ্নের মতো ফেরে।

শব্দগুলো শিল্প হয়ে
ছবির মতো ভাসে।
আকাশ থেকে আসে, না
হৃদয় থেকে আসে!
কবির থাকেনা
উৎপত্তির রহস্য মনে।
লেখনি শুধু এগিয়ে চলে
সহসার আগমনে।
প্রজাপতির পাখনা
উড়ে,
ফড়িংয়ের ছোটাছুটি।
নদী তীরে দেখা যায় ,
গাঙশালিখের
লুটোপুটি।
আকাশে চিলের খেলা,
নদীতে জাল ফেলে
জেলে।
রাঙ্গাবৌ স্নান সেরে
,
ঘরে ফিরে ধীরে।
শঙ্খ ধ্বনি বলে দেয়,
আকাশে আবির এলো।
নতুন বউ দীপ জ্বালো,
সন্ধ্যে হয়ে এলো।
গড় হয়ে প্রণামে,
আশীর্বাদ ঝরে পড়ে।
কবিতার ছবিগুলো ,
পাড়ি দেয় দূরে।

0 Response to "[কবিতা] রহস্য "

Post a Comment

প্রতি ক্লিকে ইনকাম